১) প্রথমে www.munshiganjmatrimony.com ওয়েবসাইটে যান এবং হোম পেজের উপরের ডান কোণে থাকা লগ ইন বাটনে ক্লিক করুন।
২) তারপরে "রেজিস্টার করুন" অপশনে ক্লিক করুন।
৩) রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন – নাম লিখুন, মোবাইল নাম্বার লিখুন,লিঙ্গ নির্বাচন করুন।
8) Terms and Conditions এবং Privacy Policy পড়ে সম্মতি দিন।
৫) পরবর্তী বাটনে ক্লিক করুণ।
৬) তারপর একটি পাসওয়ার্ড সেট করুন। তারপরে "মোবাইলে কোড পাঠান বাটনে"ক্লিক করুণ।
৭) আপনার মোবাইল নাম্বারে একটি OTP যাবে OTP টি লিখুন ।
৮) তারপরে "ওটিপি যাচাই করুণ” বাটনে ক্লিক করলে একাউন্ট তৈরি হয়ে যাবে।
১) একাউন্টে লগইন করুন।
২) User Icon-এ ক্লিক করুন।
৩) "ড্যাশবোর্ড" অপশন সিলেক্ট করুন।
৪) তারপরে "বায়োডাটা এডিট” অপশনে ক্লিক করুণ। ।
৫) আপনার প্রয়োজন মত তথ্য এডিট করে “আপডেট” বাটনে ক্লিক করুণ ।
৬) রিভিউ শেষে বায়োডাটা আপডেট করা হবে।
১) একাউন্টে লগইন করুন।
২) User Icon-এ ক্লিক করুন।
৩) "ড্যাশবোর্ড" অপশন সিলেক্ট করুন।
৪) তারপরে "বায়োডাটা মুছে ফেলুন” অপশনে ক্লিক করুণ।
৫) তারপরে চেকবক্সে টিক চিহ্ন দিন এবং 'বায়োডাটা মুছে ফেলুন” বাটনে ক্লিক করুন।
নোট: বায়োডাটা ডিলিট করলে তা পুনরুদ্ধার সম্ভব নয়।
১) একাউন্টে লগইন করুন।
২) User Icon-এ ক্লিক করুন।
৩) "ড্যাশবোর্ড" অপশন সিলেক্ট করুন।
৪) তারপরে "সাপোর্ট ও রিপোর্ট” অপশনে ক্লিক করুণ।
৫) তারপরে “টিকেট তৈরি করুণ” বাটনে ক্লিক করুণ, ফর্ম পূরণ করে অভিযোগ জমা দিন। মুন্সীগঞ্জ ম্যাট্রিমনি টিম যাচাই করে ব্যবস্থা নেবে।